এক,দুই করে ছয় ছয়টি বছর?
কিভাবে?
বাঁকা-সোজা এই অদ্ভুত মানব-মানবীরা একসাথে!!
না,রূপকথার মত সুখের কিছু নয়,
তবে জোয়ার-ভাটার টান আছে এতে,
আছে গ্রীষ্ম,বর্ষা আর শরৎ।
দু জোড়া হাত এখনো শক্তই হয়নি,
ধরে থাকাতো দূরে থাক-
ভাসতে,ভাসতে তীরে যেন যাচ্ছি
মাঝে উত্তাল ঢেউ পাড় হচ্ছি।
রসায়ন,জীববিজ্ঞান এসে দর্শনশাস্ত্রে ঠেকে যাচ্ছে,
যুক্তি,তর্কে বিতর্ক তাল পাকাচ্ছে।
ডান,বাম কখনোই মাঝে মিশছেনা,
কি মনে হয়,একজন আরেকজনকে পিশছেনা?
আজব সমীকরণে যায়না মেলানো অজানা রাশির মান-
সংসার,টিকে থাকে যদি থাকে পরষ্পরে সম্মান।


বছর দিয়ে যায়না গভীরতা মাপা,
আজ ও যখন বলতে যাই "ও গো ভালবাসি যে"-
বোঝা যায় শব্দটা আসছে গলা কাঁপা।