আমি জানিনা আমি সর্বোচ্চ করছি কিনা,
আমি জানিনা আমি চেষ্টাও করছি কিনা-
আমি পারিনা,এটুকু মেনে নিতে,
আমি পারিনা, এটুকু জেনে নিতে-
ঠিক কতটুকুতে সীমায় পৌছান যায়।
আমি বলিনি আমিই সব সুখ দিতে পারবো
বলেছিলাম সুখের সবটুকু চেষ্টাটা করবো।
তুমিই জানো পারি কিনা,
তুমিই জানো ছাড়ি কিনা-সেই আশা,
যাতে জড়িয়েছিলাম তুমি আর আমি।
আমিতো ভালবেসেছিলাম,কাছে এসেছিলাম;
তাও কেন দূরত্বের একটা সূক্ষ্ম দেয়াল-কি আমাদের আজব খেয়াল!
জানো,আজো তোমার গন্ধে মাতি,
আজো আমার গানে তোমার সুর-
কিন্তু একি ছাদের নিচে থেকেও মনটা কেন এতদূর?


শেষে এটুকুই বলতে চাই যেতে যেতে,
তুমি হয়ত আরো ভালোই থাকতে।