জীবন পথে মনের মাঝে আছে যত সব চেতনা,
তারই কিছু যে হয়ে থাকে মোদের এই জীবনের ভাবনা।
ভাবনার মাঝে ডুবিয়া থাকি ভাবনারে লয়ে একাকী,
ভাবনার তরে বয়ে যায় মোদের  সারা দিবস ও রাত্রি।


মনেরতরী চেতনারে লয়ে পাল তুলেযায় ভাবনার সমুদ্রে,
ভাবনা গুলো বাস্তবতা পায় মোদের জীবনে কালে-ভদ্রে!
ভাবনা গুলো ভাবায় মোদের  অতীত আর ভবিষ‍‍্যৎ ,
বর্তমান যেন তার মাঝে থেকে হয়ে যায় ধূলিসাৎ!


এই জীবনে যতই ভেবে যাই ভাবনার নাহি পাই কভু কূল,
জীবন পথে ভাবনারে লয়ে তাই হয়না থাকা যে বেশ।
জীবনে মোদের  ভাবনা গুলো ছাড়িবেনা পিঁছুটান,
তাই মোদের জীবনে থাকে চোট-বড় এতোই উচাটন!


জীবনে মোরা  যেই চেতনারে ভেবে নাহি  পাবোনা কোন  শেষ,
তাতেই মোরা খুঁজে পাবো যে ভাবনার একটা রেশ।
জীবনে যদি সুখী হতে চাই সাহসী হয়ে সামনে এগিয়ে যাই,
ভাবনারে ছেড়ে বর্তমানে মোরা জীবনের পথ খুঁজে যে পাই।