""""""*******"""""""********""""""""
                              ১
বন্ধ দ্বারের অন্ধ গলিতে গুরিতে গুরিতে সময় যায়,
আজি কী নামে কী লিখিবো? তাই নিয়ে আছি যে সঙ্কায়!
আমার ভাবনাতে  থাকে যেন সবকিছুর আনাগোনা,
তার পরেও কি যেন আবছায়া হয়ে থাকে তাই বুঝিনা।
                              ২
সকাল গেলো দুপুর গেলো, ওরে যায় যে রাত্রিবেলা,
আমার মনের মাঝে লিখার স্বাদ পেলো কি আজকে অবহেলা?
কখনও হাতে কলম, কখনও টিপতে থাকি মোবাইল বাঁটন,
কোথাও কিছুই যে লিখতে পারিনা, তাই মনে চলে উচাটন!
                             ৩
মনটা যেন আছে কেমন স্থিতি হীন আর বড়ই উদাসী,
এ যেন গন্তব্যহীন ছুটে চলার এক অন্যরকম অনুভূতি।
কখনও ভালো লাগে প্রেম, কখনও ভালো লাগে প্রকৃতি,
কখনও ভালো লাগে ঐ মেঘলা আকাশের আকৃতি।


                             ৪
এদিকে তাকাই ওদিকে তাকাই,তাকাই মোবাইল ঘড়িতে,
ভাবুক মনটা পায়না খুঁজে কোন কিছুই আজি
একটু লিখিতে।
বলিতে চাই তবে ভাষা নেই,  কলমেতে কালি থেকেও লেখা নেই,মনের মাঝে  শান্তি নেই!
এতো নেই নেই!তার পরে ও আমি কী নিয়ে লিখবো?
মোর  যে সেই ভাবনার  কোন অন্ত নেই।


                             ৫
একটা সময় মনে হলো মোর, হয়তো লিখার কোন বিষয় পাবো না,
তবে পরক্ষণেই দেখি দু’হাতে মোবাইল বাঁটন টিপেই যাচ্ছি,
আমার মনের শিরোনাম হীন কথা গুলো কলমের কালিতে,
মনের ভাষা হয়ে লৈখিক রূপ পাচ্ছে যা আমাকে কিছুতেই ছাড়ছেনা!
                             ৬
মোর অনুভবের ভাষা গুলো,মনে নাহি ফিরে আসে,
তা কলমেতে আসিয়া কালিতেই বসে আর হাসে!
আজি সত‍্যি অনুভব করিতে পারিতেছি ওহে, মোর প্রিয়জন,
মনের ভাবনার লৈখিক রূপ দেয়া সত‍্যি এক জটিল আয়োজন!


""""""""""""#####"""""#####"""""""""""""