💥💥💥❤❤❤❤💥💥💥❤❤❤❤💥💥


পৃথিবীর বুকে মানব হৃদয়ে প্রশান্তিময় সুখই হলো ভালোবাসা,
জীবনে পরম আস্থা,বিশ্বাস আর নির্ভরশীলতার নামই হলো ভালোবাসা।
ভালোলাগার চরম আর চূড়ান্ত রূপই হলো ভালোবাসা,
নিজের সবটুকু সুখ ত‍্যাগ করে প্রিওজনে সুখী দেখাই ভালোবাসা।


মায়ের কাছে ভালোবাসা হলো সকল কষ্ট সহ‍‍্যকরে দশমাস দশদিন সন্তানকে গর্ভে ধারণ করা,
বাবার কাছে ভালোবাসা মাথার ঘাম পায়ে পেলে সন্তানের মুখে আহার তুলে দেয়া।
প্রেমিকের কাছে প্রিয়ার সান্নিধ্যই ভালোবাসা,
প্রিওজনকে ভুলে আবারও তার কাছে ফিরে আসাই হলো প্রিওজনের  ভালোবাসা।


শিক্ষকের কাছে শিক্ষার্থীদের পরম শ্রদ্ধা ই ভালোবাসা,
শিক্ষার্থীদের কাছে শিক্ষকের পিতৃ-মাতৃ সুলভ আচরণই ভালোবাসা।
ভাই-বোনের কাছে দুষ্ট-মিষ্ট খুনশুটি ই ভালোবাসা,
কবি,লেখক আর সাহিত‍্যিকের কাছে তাঁদের রচনার প্রেরণাই ভালোবাসা।


জীবনে শত কষ্টের পরেও একটু সুখের অনুভূতি ই  ভালোবাসা,
জীবনে ব‍্যর্থতার পরেই নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর প্রেরণা ই ভালোবাসা।
মানব জীবনকে পরিপূর্ণভাবে গড়ার ভিত্তি ই ভালোবাসা,
মরে গিয়েও মানবের তরে বেঁছে থাকা ই ভালোবাসা।


সোনালী জীবনে রঙিন স্বপ্নের নাম ই ভালোবাসা,
সংকীর্ণতা থেকে বিশালতায় প্রবেশ ই ভালোবাসা।
মানব জীবনে এক চির অটুট বন্ধনের নামই ভালোবাসা,
মায়া, মমতা, আবেগ অর প্রেমময়ী এক বিশাল চির সুখের মহাসমুদ্র যা মানব হৃদয়ের গভীরে  প্রতিনিয়ত ই বিরাজমান  তাই ভালোবাসা।
****❤❤❤❤*****❤❤❤❤❤****