🎆🎆🎆🎆❤❤❤❤❤🎆🎆🎆🎆🎆


কবি মানে মানব হৃদয়ে মিশে থাকা ভালোবাসা,
কবি মানে সৃজনশীলতার এক অপার প্রবাহ ধারা।
কবি মানে প্রকৃতিতে অপুরন্ত চন্দ খুঁজে পাওয়া,
কবি মানে একাগ্র চিত্তে কবিতা রচনা করে যাওয়া।


কবি হলেন তিনিই-
যিনি বসন্তের আগমনী বার্তা প্রথমেই  পেয়েযান,
যিনি শত ব‍্যথার মাঝেও চন্দ খুঁজে পান।
যিনি সকল সুখ-দুঃখ কবিতায় ফুটিয়ে তুলতে  পারেন,
যিনি মানব হৃদয়ে ভালোবাসার অনুভূতিকে জাগিয়ে তুলতে পারেন কবিতার চন্দে চন্দে,


কবি তিনিই  যার কলমের লিখনে প্রকৃতিতে
সুপ্ত  ভালোবাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়,
কবি তিনিই যার ভালো লাগা আর ভালোবাসা সত‍্য আর সুন্দর এক বহমান স্রোতধারা যা চিরন্তন!


কবি তিনিই যার কাছে প্রকৃতির সকল সৌন্দর্য ধরাদেয় আপন মহিমায়,
যার কাছে ভালোলাগা আর ভালোবাসার কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই,
যার কাছে ভালোলাগা আর  ভালোবাসা সীমাহীন।
🌹🌹🌹🎆🎆🌹🌹🌹🎆🎆🌹🌹🌹