💭💭💭😢😢😢💭💭💭😢😢😢💭💭💭
বাড়ির পাশে নোনা জলের/ ঢেউ আছড়ে পড়ে,
সেই জলেতে ঝাঁকে ঝাঁকে / ইলিশ ধরা পড়ে।
নবীন জেলের জীবনেতে/ আসে সোনালী দিন,
নোনা জলের মাঝে জেলে / কাটায় রাত-দিন।
রূপালী ইলিশ ধরেই যে / গেলো জেলে প্রতিটিদিন,
এমন ভাবেই কেটে গেলো/ জেলের অনেক দিন।


হঠাৎ করে নদীর পাড়ে/ নারী রূপ যে জ্বলে,
নবীন জেলের তারই সাথে/ ভালোবাসা ছলে।
বিয়ে করে জেলে তাকে/ নিয়ে এলো ঘরে,
সুখে জীবন কাটাবে বলে/ স্বপ্ন দেখে পরে।
অবশেষে বধূর সাথে / জেলের হলো সন্ধি,
ভালোবাসার মায়া জালে/  হয়ে গেলো বন্দী।


নবীন জেলের চোখে বসে / রঙ্গিন স্বপ্নের মেলা,
রূপালী ইলিশ ধরেই সেই/ জেলে কাটায় সারাবেলা।
নদী ছেড়ে সাগরে তে / ইলিশ ধরা ছলে,
জেলে শুধু তার জাল পেলে / যায় সেই নোনা জলে।
হঠাৎ করে আছড়ে পড়ে / নোনা জলের ঢেউ!
একূল-ওকূল কোথাও থেকে/ দেখলোনাতো কেউ।


নবীন জেলে হারিয়ে যে/ গেলো নোনা জলের তরে!
রূপালী ইলিশ যে আজও / নোনা জলেই চরে।
নোনা জলের ধারে বসে/ নববধূ কাঁদে,
নোনা জল বধূর চোখে তে/ স্থায়ী বাসা বাঁধে।
💭💭😢😢😢💭💭💭😢😢😢💭💭💭