💥💥💥💭💭💭💭💥💥💥💥💭💭💭💭
সময়ের এই পরিক্রমায় যে, সব কিছুই হয় পাকা,
পাকা তে সবাই মাতে কাঁচাতে, সবে দেয় শুধু ডাকা।


সময়ের শেষে মুদী তার , ঐ পাকা হিসাব দেখে,
দেখিয়া পাকা হিসাব মুদী, বাকীর হালখাতা করে।


কৃষক পাকা ধান দেখে সে, গান ধরে মনে,
বর্ষায় মাঝি ভাই পাকা হাতে,নৌকার বৈঠা সে টানে।


পাকা হাতে পাকা কাজ করে, পাকা লোকে,
পাকা লোক দেখে সবে কাজ,দেয় ডেকে।


বিয়েতে দেয়া হয় পাকা কথা, সব সময় সবখানে,
তাই তো সকলে ঘরে আনন্দ, করে নব বধূ আনে।


পাকা ঘর করে লোকরা থাকে, পাকা ঘরে,
জীবন শেষে সে পাকা ঘরেতে, নাহি রহে !


💥💥💥💥💭💭💭💭💥💥💥💥💭💭💭💭