প্রেমেতে মত্ত হয়েই\
            প্রেমিক জ্বলে যে প্রেমানলে,
এমনও জ্বালা থেকে\
            বাঁচিতে প্রেমিক চলে কৌশলে!
প্রেমের মাঝে থাকিবে\
             কত যাতনা আর বেদনা,
ওরে,প্রেমিক যুগল\
             প্রেম ছাড়া কখনও বাঁচেনা!
অভিমান ও লাঞ্ছনা- \
              বঞ্ছনায় সৃষ্ট প্রেমানল,
এই অনল জীবনে \
               জ্বালে ভয়ানক দাবানল!
প্রেমানলে পুড়িয়া প্রেমিক\
               বা প্রেমিকা হয় যে নিঃশেষ,
নিথর দেহ শূন‍‍্যতা \
                নিয়ে পড়ে থাকে অবশেষ।
কেউ প্রেমে পরে রূপের,\
                 কেউই প্রেমে পড়ে গুণের
ভালোবাসা না থাকলে যে\
                 শিকার হবে প্রেমানলের।
ভাঙ্গিছে প্রেম গড়িছে\
                 এই প্রেম দিন প্রতি দিন,
প্রেমানলে পুড়িয়েই\
                 প্রেম খাঁটি হয় চিরদিন।
প্রেমে থাকে সুখ আর\
                   বেদনা তা জানে যে সকল
এভাবেই সকলের\
                 মাঝেই যে জ্বলে প্রেমানল!
প্রেমেতে পরেছে কত\
                  ধনী-গরীব ও জ্ঞানী-গুণী,
প্রিয়জনকে পেয়ে তারা\
                   প্রেমের কাছে হয়েছে ঋণী।
প্রিয়জনকে হারিয়ে যে\
                   অনেকে জ্বলেছে প্রেমানলে,
ডুবিয়া আছে তারা যে\
                    বেদনার ঐ নীল সাগরে!