মায়ের সমান হয়না কেহ এইনা জগতে,
জন্ম দিলেন মা জননী শত কষ্ট সয়ে।


মায়ের মতো যদি কেহ পারে হইতে,
সে হলো বোন এই কথাটা আমি যায় বলে।


মা যখন না থাকে ঘরে দূরে কোথায় যায়,
বোন থাকিলে ঘরের সব কাজ করে সে যে হায়।


বড় ছোট যেমনই হোক যদি বোন থাকে,
অন্য রকম ভালবাসা মিলে তাঁর থেকে।

বোন থাকিলে মায়ের অভাব যায়না বুঝা ভাই,
বোন হলো তাই মায়ের ছায়া এইনা দুনিয়ায়।



(এই কবিতা টা আমি আমার ছোট বোন তামান্না জান্নাত কে উৎসর্গ করলাম,তাকে উদ্দেশ্য করেই লেখা হলো কবিতাটি)