ফেলতে পলক দিন চলে যায়
আধার আসে নেমে,
কঠিন কাজের নাম শুনিলে
শরিলটা যায় ঘেমে!


নোবেল যদি দিতো দেশে
অলসতার জন্য,
আমিই পেতাম প্রথম প্রাইজ-
নানান কাজের জন্য।


খেয়ে বসে ক্লান্ত হয়ে
যখন শুয়ে যায়,
বিশ্বাস করুন জাগবোনা আর-
কিয়ামতেও হায়।


পেট তো আমার ইয়া বড়
দেখতে যে ফুটবল,
এক গ্লাসেতে যায়না পিয়াস
লাগে লিটার জল।


খাওয়ার কথা বলবো কি আর
স্বাদ ছাঁকতে গিয়ে,
দশ জনেরটা একাই খেয়ে
ভাবি স্বাদ নাই মুখে!


হয়তো এখন ভাবছো লোকটা
হয়ে যাবে শেষ,
তাতে আমার কি আসে যায়!
আছি,এইতো বেশ।