-ভাই, একটা মুখোশ হবে?
০- না,
- একটা রুমাল হবে?
দুই তিনটা ফুটু করে মুখোশ বানিয়ে নিব।
০- না,
-মুখোশ নেই, রোমালও নেই,
এক টুকরো কাপড় ?
০- না,
- তাও নেই?
০- না, থাকলেও দিব না।
- কেন?
০- শিশুরা ভয় পাবে,
তাছাড়া সন্ত্রাসী বা উগ্রদের কেউ ভাবতে পারে।
নিজে ফাসবে, আমাকেও ফাসাবে।
- তা ঠিক।
একটি সুই ও কিছু সুতা হবে?
০- কেন?
- ঠোটদ্বয় সেলাই করে নিব।
০- তা হলে খাবে কি করে?
- তা ঠিক। কিছু পেট্রোল আর
একটা দেয়াশলাইয়ের কাঠি হবে?
অথবা এসিড??
০- হবে, কিন্তু কেন?
- মুখে মেখে চেহারাটা একটু ঝলসে নিতাম।
০- তাতে লাভ ?
- মজা না ! হাসলেও যেমন
  কাদলেও তেমন
০- কিন্তু কেন এমন হতে চাইছো...?
- কি করব? যে যুগ ...।
কখনো হাসলে ‘’এ’’ দল, কাদলে “বি” দল।
আবার কাদলে “এ” হাসলে “বি”।
এক সাথে দুই কাজ করি কিভাবে?
বেচে থাকাতো চাই।
অনেক ভেবে এই বুদ্ধি আঁটা।
- এই থাকলে দাও, একটু বিভৎস হই, সময় কম..
০- ভাল চিন্তা, দাড়াও , আমিও একটু মেখে নেই ।
দশে মিলে করি কাজ...।
-তাইলে চলো, মিলে মিশে ঝলসাই।
দাঁড়াও তাইলে,
মাত্রিভূমির মানচিত্রেও একটু মেখে নাও।
অইটাও নিরাপদে থাকলো...।
...
......২০১৪ খ্রীঃ