....
ভুলে যাই বলেই বেচে আছি।
ভুলে থাকতে পারছি বলেই
ভাল থাকতে পারছি।
ভুল কে ভয় পাইনা বলেই
শিখতে পারছি.
..
ভুল করতে করতেই
সঠিকটা চিনতে পারছি
ভুল দেখতে দেখতেই
আসলটা আলাদা করতে জেনে যাচ্ছি
তাই ভুলে ভীতু নই, ভুলে নত নই
ভুলেই কর্মে থিতু হই।।
...
না ভুলেই ভুলের গুন গান গাই।।
ভুল নিয়ে এত মাতামাতি
তবুও কেন জানি,
ভুলের সাথে হয়না মিতালী।।
.......
পুনশ্চ: "ভুলের গুন"কে ভুল বুঝবেন না। ইহা কেবলই আত্মকথন।  কেউ ইহাকে কাব্যের মর্যাদা দিলে আমার কোন আপত্তি নেই।