একটি নিরস একুশের  অবকাশে
তোমার বিরহে ভাব ভাবনার অতলে
কোন এক খেয়ালে
অবশ পিঠ দেয়ালে
মনে কিসের সোরগোল
থেমে থেমে ত্রাহি সুর
ক্ষণে ক্ষণে চিৎকার
আর্তনাদের আলিঙ্গন
যেন দুনিয়া জুড়ে হট্টগোল


রূহ টানে  তুমি এলে অবশেষে
আবছা ঝাপসা দ্যুতির বলয়ে
আমার হৃদয়ে তোমার উদয়
..
বরফ ঠান্ডা নয়নে কেড়ে নিলে আমারে
আমিও আড়ষ্টতায় নির্বেকার
শোষিত হচ্ছিলাম তোমাতে
হঠাৎ হালকা পরশ বিলিয়ে
নড়ে উঠল তোমার মখমলি চিবুক
অতপর ইৎস কেপে উঠা
তোমার দুই ঠোটের বিচ্ছেদ খুজে পাওয়ার সুযোগে
বের হলো মুক্ত দানার ঝিলিক
হৃদয়ে সঞ্চারিত হলো গগন বিদারী আলোড়ন
শুরু হলো আমাতে তোমার প্রেমের শাসন
...
তারপর তাবৎ দুনিয়া স্তব্ধ, নিশ্চুপ
যেন কিছুইটা আর জেগে নেই
যেন প্রশান্তির ঘুমে সব দেবে গেছে গভিরে।
আমিতো আরো গভিরে, তন্দ্রায় নয় প্রফুল্লে
তোমার দুই চোখের গহীনে।