# পরানের সখি,
মনটা আজ কেমন যেন বর্ণহীন..
জানালাহীন...
কল্প স্বপ্নের সাথে আড়ি, অনুভুতি গুলোও খেলছে লুকাচুরি..


# সখি,
মন সেদিন থেকে আলাদা
যেদিন থেকে স্বপ্নেরা তারাবাতি নিয়ে খেলা শুরু করেছে...
নাটাই দুলিয়ে উড়াচ্ছে আলতা রাঙা ঘুড়ি
বিনয় বোধে সুতোয় বাধা মনের ছুটি


# পরানের সখি,
মন তো এমনই,
আকাশ কুসুম কল্পনার সংগি হয়ে আবেগের ভেলায় ভেসে বেড়ায়....


# সখি,
মন তো মরে পরে থাকার জন্য নয়।
মন তো মারিয়ে যাবার জন্যে।
জীবন তো ভয়ের জন্য নয়
জীবন জয়ের জন্য


>> শুনরে মনা,
আমার মনতো আমিই বুঝিনা তুমি বুঝবে কি..
.নিজেকে চিনতে এখনো স্রষ্টার দারস্থ হয়ে আছি।
কত রঙ, কত ঢঙ উঁকি দেয় সারাবেলা।
একটু টক, একটু ঝাল, মাঝে মাঝে তেতো, ফাঁকেফাঁকে মিষ্টি,
এই নিয়েই আমার সুখ-দুঃখ আর হাসি কান্নার সৃষ্টি।