... জানো কি... কে আমি?
শুন! আমি স্বপ্নাতুর
রঙ্গিন স্বপ্নে বিভোর
স্বপ্নেই আমার বসবাস।
এখানে শত্রুও আমি মিত্রও আমি
আমার মাঝেই আমি করি খেলা
স্বাপ্নিক দিগন্তে ছুটে চলি সারাবেলা ।
...
জানো কি... !!
আমি স্বপ্ন জগতের কারিগর
আমি একটার পর একটা
নয়া নয়া নয়নাভিরাম
স্বপ্নপ্রাসাদ গড়ে তুলি...।
...
জানো এই স্বপ্নরাজ্যের
মহারাজা কে?
শুন ! আমিই এই রাজ্যের মহারাজা
আমি ই আমার স্রষ্টার আশির্বাদপুষ্ট
এই রাজ়্যের স্রষ্টা...।
রাজ্যের ভাল কিংবা মন্দ
সবই করি আমি।
আমিই গড়ি আমিই ভাঙ্গি
আর মহারানী?
তুমি ছাড়া আর কে...প্রিয়তমা ?
এইরাজ্যের ঝাল টক মিষ্টি
আর সুমধুর স্নিগ্ধ সৌরভের উৎসই তুমি।
প্রজাপতির মত ডানা মেলে
দিগন্তের পর দিগন্তে
উড়ে বেড়াও আমার সাথে
এই হল আমাকে রোজ রোজ বলা
আমার প্রিয়তম স্বপ্ন্ রাজের কল্পকথা।
...
স্বপ্নচারী মহারাজার কথা
শুনে শুনে আমিও একই স্বপ্নে বিভোর ।
দুজন মিলেই সৃজি
স্বর্গ রাজ্যের মত রঙ্গিন রঙ্গিন স্বপ্নরাজ্য ।
এই কল্প রাজ্য দুঃখ রোধক, বেদনা নাশক
সব দুঃখ মুছে দেয় ভাবান্তরের কালি দিয়ে।
সব মর্মবেদনা নিমিষেই সাড়িয়ে তুলে
কি এক অজানা নান্দনিক সুরে,
হৃদয় নাচে তালে তালে
মন মাতানো গানে
যেন সুখের তরী ।
সর্বদা সেথায় অনিন্দ আনন্দে
সুখের ভেলায় ভেসে চলি...।
এই ই আমার কল্পিত স্বপ্নপুরী ...।।