১। অ- রে মনা,
খালি ভাল বলে চলে গেলেই কি হবে?
ভালবাসতেও তো হবে।


ভাল থাকতে হবে।
ভাল রাখতেও হবে।
ভালকে ভালবাসতে হবে।
তবেই না "ভাল"
সুখে পরিনত হবে।


২) শুনরে মনা,
জীবন বাচানোর সব ভেলাতেই যে থাকে জীবন নাশের মালা।
বাহারী সং য়ে খেলতে খেলতেই ভুলে যাও হায়রে! জীবন কতটা ঢিলা।


জানি,
ছিন্নমূল শুকনো দূর্বা ঘাসের ন্যায়
ধুলি ঝরে গা এলিয়ে উড়ে ঘুরে
ভেসে বেড়াবো একদিন।