এক যে ছিলো চুলের রানী, মধ্য দিনের প্রেমের খনি,
নাছোরবান্দা রাজপুত্তুর,তার মনের সাথে হয়না বনি।
কার্নিশে তার মন শুকালে___রাতের বেলা কান্না হয়,
এদিক থেকে বড্ড ঝড়ে___মন যে এবার হলো ক্ষয়।
আশার পাখি পায়রাটা আজ_সমন নিয়ে উড়াল দিল,
রাজপুত্র কঠোর চোখে__ফিরতি চিঠির আশায় ছিল।
গহীন বনে ধ্যানের ক্ষণে____একদা এক দরবেশ বাবা
ডেকে মাথায় হাত বুলিয়ে,দিলেন বলে তোর ভাগ্য থাবা!
এবার বাবু,বুঝলো দাদু,চিবালে পান,গালভরে কেউ,হয়না সাধু;
প্রেমের মাঠে রাজপুত্তুর যে ঠিক করেছে,হবেই আদু।
এই প্রেমে সে জিতবে বলে_আপন মনে তারা গোনে,
পুরান গানটা পরছে মনে__প্রেম করিব তোমার সনে।
রাজ্য এবার হাক ডাকিলো_কন্যা তোমার জন্ম কবে?
আর কতকাল রাজপুত্তুর___আশায় বসে চেয়ে রবে?
হ্যাঁ অথবা না টা তুমি____মনটা খুলে দাওনা বলে,
আর কতকাল রূপের মায়ার রাখবে তুমি তারে ছলে।
জিতবে তুমি ভেবেই নিলে__কার্নিশের ঐ পর্দা ঠেলে,
দেখছি না যে,রাজ্য ছেড়ে হুট করে তুমি কোথায় গেলে?
ঠক বাবাজি বললো ডেকে হুশজ্ঞান সব দিয়েছিস রেখে?
কম চাপেতেই টিউবয়েলের__গেছে নাকি ডান্ডা বেঁকে।
উলটপালট মন মেজাজে থাকছে সে আজ পাগল সেজে,
আজ রাজা কাল কে সে প্রজা,জানে না কেউ ভণ্ড কে যে!
প্রেমের বাজার চরক গাছে_ফল হয়ে তাই ঝুলে আছে,
কে বলিবে,কেমন করে___ছিড়বে তাহা,রাখবে তা যে!
এমন করে দূর্বাঘাসে____শিশির হাসে কোন সে সুখে,
আরজি কবির; ও প্রেমিকা, প্রেমটা থাকুক সবার বুকে।
আমি না হয় স্বপ্নে গিয়ে____অন্য কারো রাজা হবো,
খাজনা ছেড়ে, দিন লাগিয়ে প্রজাদের সব গপ্প কবো!
আজ থেকে তোর মুক্তি সবে,কররে এবার প্রেম চাষাবাদ,
দেখবি তোরা দিনশেষে যে এই কবির-ই হয়েছে আবাদ।
  






নিরিবিলি, নবীনগর
২৩-৬-২০২০