আমিও সুখ খুঁজি তবে চড়ুই পাখির সুখ!
সুখগুলো মাটি পোতা হয়ে গেছে,শৃগাল বনে মৃত মরগীর জবানবন্দি নিতে আস্ফালন করা লোক তুমি,
তোমার কি পেটে ভাতে পোষে?
গরম চায়ের পেয়ালা ফুটন্ত কেটলিতে চুবিয়ে নিলাম যায় যাক ধোঁয়া উড়ে, ফোস্কা ফুটে উঠুক চামড়ার বহিজগতে!
কম্পমান কন্ঠে ভ্রমরীর গুনগুন মধুচাকে মিলবে না, মৌমাছির গোঙানি তবে ভেস্তে যাবে হ্রদে।
আমি আবার নতুন কুড়ি ফোটানোর ব্যস্ততায় হেরে যেতে নাহি চাই হুল ফোটানো ভীমরুলের জগতে,এ এক নতুনত্ব দেখা,এ এক পরিস্কার চোখ!
কাঁদে গভীর রাত! মাখন ওঠানো মাটির পাতিলটা আস্ত ভেঙে গেছে গৃহিণীর অনুরোধে, নাকি পিটিয়ে খুলে ফেললে একপাশের সীমানা?
হৃদ্যতা জানান দেয় ফিরে আসা পক্ষীর খাঁচায় পুরে যাওয়া জীবনের বাঁকে।
নরম কাস্তে একখানা গলায় ধরে আমায় নিয়ে কারাগারে, নয়তো প্রকাশ্যে হত্যা করো,সবার ধরে নেয়া কল্পবাসে আমি অপরাধী হয়ে রবো।
প্রেমিক-ই তো অপরাধী!
পোতা সুখের পোস্টমর্টেম হোক,জানুক কে কতটা হিংসে চুবায় শরীরী রক্তে,
তারপর একদা বিবেক সালিশে হেরে গিয়ে ইচ্ছাকৃত নর্দমায় ভেসে উঠলাম মরা লাশ! এ আরেক আত্মাহুতি!






স্টারলিং লন্ড্রি লিমিটেড
২/১১/২০২০