দূর্বাঘাসের দল চুপসে গেছে,কেমন জানি ফ্যাকাশে রঙে জানান দিচ্ছে মরে গিয়ে বেঁচে আছি এখনো,
বাঁচাও,এক মুঠো খোলা অক্সিজেনে।
কি দোষ,নিগৃহীত করলে চিপে চিপে শেষ পরান,
তারপর ঢেকে দিলে মাটির খোলস উপুড় করে,
খড়িমাটি নেই,গন্ধ নেই, সকালের দাত ব্রাশের বহিকর্ম চিকন সুতোয় বেঁধে উপরে ফেলাতে বাধ্য করলে!
আমি ভাবি এই কাল কেন দিকে সূর্য উঠে এসেছিল,
কলিকালের পথ্য নিয়ে রওয়ানা হলাম কাশ্মীরে।
ওখানে যুদ্ধ বাঁধে,আমি মরে যাই কারো উপকারে!
তোমার সবকিছু শুকিয়ে গেছে স্মৃতি ছাড়া,বাকিটুকু পোড়ায় কাঁদায় পরিপূর্ণ শাপলা বিলে।
পানিতে চুবিয়ে ধুয়ে নিলে বাহ্যিক সুখ, বাকিটুকু নাকি রান্না করে খাওয়া যায়!
এগুলে মানতে না পারা মন আত্মাহুতি দেয়,কেন জানি পুরোপুরি মরে না,
এভাবে দীর্ঘশ্বাস বের হয়ে আসে নাকের ফুটো থেকে,
হঠাৎ খবর আসে নেই আর নেই;
সিলিংয়ে ঝুলে গেল সত্তা,নাম দিলে তার আত্মহত্যা!







নিরিবিলি, নবীনগর
১৭/৮/২০২০