ওহে কে তুমি বৃহন্নলা?
আমায় দুদণ্ড শান্তি দিবে বনলতার মত,কলের জলের মত শীতলতা দিবে আমায়,
আমি সবুজে প্রান খুঁজি মন মেরামতে!
দিবে কি আমায় আলতা দীঘির স্নান করা ঘাট,ছৈ ওয়ালা নৌকারোহী তুমিটাকে।
এত প্রতীক্ষা ঢেউয়ে ঢেউয়ে তলিয়ে যাচ্ছে দেখো,ডুব দাও এই সাগরে।
আমি সত্যি জলতলে একটা প্রাসাদ কিনেছি দৈত্যের মন মজিয়ে,
এখন আমার ৫১ দিন উপোস কাটে!
এই মানত শেষ হলে আমি জলজ রাজা হবো।


ওহে কে তুমি বৃহন্নলা?
আমার হৃদযন্ত্র ছুঁয়ে দেখো হিমশিম খায় একরতি স্বপ্ন,
একটা বাগান জমিয়ে রেখেছে ফুলের বাহার,
কে জানি শুনিয়ে গেল পরীরা এই সুবাসে ভালোবাসা রেখে যায়!
তীব্রতর হয়েছে মন,পরিপূরক সমাধান কাজ করে না মাথায়,লোকে বলে পাগল।
এরপরো আমি রেখে যাই একআকাশ ছায়া,মেঘে মেঘে বৃষ্টি,ছনের ছাউনি ঘর,
আর জমানো রতিসুখ প্রেম!
আধুনিকতার অহংকে বাধি না মন,রংধনুতে তোমায় সাজাই জলবায়ু পরিবর্তনে।
আমায় শাস্তি দাও নয় নিয়ে না-ও প্রেম!







চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ
নারায়ণগঞ্জ
৩০/৮/২০২০