এই যোগ্যতা যখন থেকে কমতি হয়ে গেছে তোমার রথে,
আমি খুঁজেছি ভালোবাসার সাইনবোর্ড ঝুলছে নাকি কোন পথে!
হাহাকার ছড়িয়ে দেবো তবে মলয় পর্বতে
আমি আবারো চাইবো প্রেম,ভুল করে হলেও চড়বো তোমার-ই রথে।


গানের কলিতে মিলিয়ে তুমি হয়ে আছো বনমালী,
এ পাশে আমার বা বুকে হাত,দেখি সবটা লাগে খালি।
চিঠিগুলো সব নিয়ে গেছে শুনেছি একযে মালি বুড়া,
হাত পা সব ঠিকই তো আছে লাগে কেন তবু খোঁড়া!


কত যে প্রেম হাতছানি ছিলো ফিরিয়ে দিয়েছি মনে মনে,
আজ আমি কার পাগল আছি,বলে বেড়াই তাহা জনে জনে।
দেখতে এসেছিল তোমার কুটুমরা,ঘরটা ছিল মোর ছনের,
প্রেমের বাজার মিলিয়ে গিয়েছে,কতটুকু কার আছে ধনে!


ক্যারিয়ার ছাড়া শুরু নাই কোন, সব হয়ে যাবে শেষ
এর আগে যাহা দেখবে তুমি প্রেম নয় তাহা অপূর্ণতার রেস,
যতটা তোমার প্রশংসা কুড়ায় না জেনে মানুষ মুখে মুখে,
ততটা ভালো কেউ কি আছি? তুমি আমি কতটা সুখে!


গুটিয়ে নিয়েছি সব আকাঙ্খা কারন আমি যতটা যোগ্য হই,
কেউ উঠবে না পার হতে,যদি না থাকে নৌকার মাঝি আর ছই,
কারো না কারো কাছে সেই ঘাটতিতেই যাবো রয়ে,বলবে বাপু;তোমার স্ট্যাটাস কই?
অনেক ভেবে দেখেছি, তারচে বরং যেমন আছি তেমনই কারো হই!


এসব ভেবে স্বপ্ন দেখা ছেলেটি,দু'মুঠো তুলে গালে,
চলার পথে খুঁজে ফিরি হাওয়া লাগে কিনা এ পালে।
তাতেও বরং কিন্তু থেকে যায়, কে কি বলে আবডালে,
ক্যারিয়ার,মোরে বসিয়ে রেখেছ কোন মগডালে?





নিরিবিলি, নবীনগর
৮/৭/২০২০