এই শহরে ভালোবাসা কেনা-বেচা হয়!
দুপুরের তপ্ত রোদের ঘাম যদি রমনী তোমার জন্য শুকোয় কোন কমদামী শার্টে,
মেনে নিও সেটা ভালোবাসা নয়।
মূল্যহীন সব, গজগজে কাগুজে পৃথিবীর কাছে।
রংধনুর সাতটি রংয়ের মত ক্ষানিক পরে ফিকে হয়ে গেছে কিঞ্চিৎ সমান্তরালে বেড়ে ওঠা ভালোবাসা,
স্থায়ীত্ব কি  সম্পদের ঘনত্ব ছাড়া হয়?
এই শহরে ভালোবাসা কেনা-বেচা হয়।
এখানে রঙিন স্বপ্নরা খাবি খায় অহংকারে,
আজকাল বিয়ে হয় না, সাদা চামড়ার সাথে ক্যারিয়ারের জটা বাধে।
তাতেই চৈতন্য ফিরে পায় তুমি সম মানুষটি,তার চারিপাশ।  
এই শহরের অলিগলির কেতাদুরস্ত ভালোবাসা গুটি গুটি পায়ে আগায়,
বাধ সাধে মস্ত বড় দালানে,ফুলে ফেপে ঔঠা মানিব্যাগে আর প্রেমিকার শেষসময়ের অপারগতায়।
চক্রযানের যাতাকলে পিষ্ট বক্ষের ক্রন্দন কে শোনে,
মুমূর্ষু প্রেম হাসপাতালের বিছানায় কাতরায়;
কি আশ্চর্য! এ থেকে ফিরে আসতেও আজ হিসেবের অংক কষে তোমার মন,
এ শহরের ভালোবাসা এভাবেই কেনাবেচা হয়।
হয়তো কখনো দুর্দান্ত প্রতাপে ফিরে আসবো আমি,
বিনিময়, ধনাঢ্য প্রেমের বাসন্তী রং মাখবো না গায়ে
শুধুই চাই বৃহৎ কোন মন চড়াবো আমার ডিঙি নায়ে।
প্রেম-ভালোবাসা মিলে থাকুক স্মৃতির পাতায়।
শহরের ব্যস্ত কোলাহলে ভালোবাসা হারিয়ে ফেলেছি,
হে মানবী, বিদায়!
ভালোবাসা কিনতে পারলাম না।


নিরিবিলি, নবীনগর।
২৩-০২-২০২০