গরপিঠে মারপিট,হুলতুলে ঝাড়ফুঁক,কি বা তোর ভুলচুক,
হাড়ে হাড়ে টানাটানি,ধরো মাছ জাল আনি,জলেতে যে বুদবুদ।
ঘাড় নড়ে বাপাশে,ত্যাড়া বলে খ্যাপাটে,সাধু তুমি কোনজন
ছিড়ে খাও নাড়িভুড়ি,ডালেচালে খিচুড়ি,ওহ! মন্দার মহাজন।


কোন ঠোঁটে সুর বাজে,কোন ঠোঁটে চুমো!
কে বা তার দাড়ি কমা,দামী খাটে ঘুমো...ও
বজ্জাত মাথা নিয়ে,প্রেম করো ছাতা দিয়ে
নিন্দাটা পরিহার,ভেজে কোন ঘি..এএএএএ।


চশমার চোখ ক্ষয়;জানো কি ভোর হয়?!নাকি বুজে রাখো আঁখি,
জানালা টা খোলা রেখে,একদামে দেহ চেখে! কার দিল এ ফাঁকি!
জানি না তো মরাবুড়া,হাতপেতে প্রেম খোঁড়া! জলেতে ছিপ রাখি,
সন্যাসী সেজে খুব,অন্ধ দোকানী চুপ,এ কোন সমাজেতে থাকি।


ট্যাম্পুর তলে মাথা,ছুরিটা পিত্তে গাথা,রক্তে বুক মাখা
আধোঘুমে টের পেয়ে,লোকাল যাত্রী হয়ে,ভাবি বাস ফাঁকা!
যে জনে নিয়েছে খোঁজ,পেট পুরে ভুঁড়িভোজ,হ চলে না আর চাঁকা,
গতরে মিলেছে সুখ,রহিবে না আর দুঃখ,তেলেসমাতি ঢাকা!


পড়াশোনা করে তবে,গাড়িঘোড়া চলে সবে,শুনেছি যে রোজ,
চাকরীটা ধরে রাখা,হাতে হাত মিলে মাখা, এ ছাড়া কে বা নেয় খোঁজ!
জমের দুয়ারে কাটা,আত্মহত্যা মাথা,অগোচরে তবু ভালোথাকা পোছ
জীবন যাহারে টানে,স্রোতে নামিয়ে আনে,টিকিয়ে রাখা আছে বংশলেজের গোছ!


আমাকে নিদানকালে,ভানুমতী লুডুর চাল এ,ফেলে দিল সাপের কোটে
তাবিজ মিশিয়ে বিষে,গলায় দিয়েছি শিষে,অতীত জমিয়ে লালপাড় খোটে,
কে বা পেল সুখ অতি,বাছারামের নেই গতি,যদি কোন সুখ জোটে
কুয়াশায় ঘেরা চোখ,মনে মনে কথা হোক,বহুদূর যে চলে এসেছি হেঁটে!


গন্তব্যের বেড়াজাল, শুরু কি নতুন কোন চাল?







স্টারলিং লন্ড্রি লিমিটেড
৭/১২/২০২০