নতুন করে শুরু করতে গিয়ে ফিরে এসেছি আত্মবোধের গ্লানি নিয়ে,
চোখ মেলে তাকিয়ে দেখি হয়নি কোন প্রস্ফুটিত প্রকৃতির শুরু,বাজেনি মোহনায় মিলনের সুর,তবুও আত্মপক্ষ সমর্থন নিয়ে দাড়িয়ে আছি বিচারের কাঠগড়ায়!
কাল দুপুর নাগাদ আত্মত্যাগের বিস্মৃতি তুলে ধরবো এক টুকরো সাদা পৃষ্ঠায়।


কালো ছোপ ছোপ লেখনী পরিপূর্ণ করতে পারেনি পৃষ্ঠার বুক,
ছিড়ে ছিড়ে কব্বরে পাঠিয়েছি বেরসিক লেখা আর মুক্তমনা জিবে ঢেকুর উপচে আসে বারবার।
নেই ধুসর কালো অন্ধকারের মত শূআ মূর্তির সঙ্গ,নেই হৃদের বিকৃত জল,
আর ঘোলা হয়ে যাওয়া জলে গাধার পাল!


শুকরের চামড়া পোড়া গন্ধ কেন ভাসে বহুদূর থেকে নাকে?
জোড় কদমে এগিয়ে যাও মেয়ে আজ নাহি বর্ষার ছোপ,আদ্যোপান্ত যুগপৎ উপলব্ধি আজ হানা দিয়েছে গোলাপের পাপড়িতে,
শুকিয়ে না যাও,ঐ আসবে চেনাজানা সমাজের কেউ,
এ ছাড়া তুমি যে অচল,বড্ডলোভ সংবরণ হয় না রে রাধা!


গতরে চর্বি জমা আঁচলে সুগন্ধি নেই কোন, জমা খাদ বেয়ে নেমে গেছে সততা,হিংসার চড় মুখে মেড়ে দিয়ে চলে যাই অসমাপ্ত প্রেম!
জগৎ মিষ্টিমুখ করুক।
যাহা কর্ম তাহাই তোমার ধর্ম, আদতে তুমি পেটুকের মত বেঁচে থাকো জমাট খাদ্যে,
এখানে হোচট খাওয়া তেপান্ন পর্ব চলে!





.স্টারলিং লন্ড্রি লিমিটেড
২৪/৯/২০২০