আমি দেখিয়াছি চাহিয়া কাঙ্গাল,ইট বোঝাই মাথার যন্ত্রণা
চোখের লুকিয়ে থাকা পানি টুপটাপ হয়ে ঘাম,
নিদারুণ নিরাগ্রহ অশনি সংকেত মেরুদণ্ড বয়ে বেড়ায়, হে তুমি দিনমজুর!


আমি দেখিয়াছি চাহিয়া স্বর্ণস্বর্গ,পান্তা ভাতের পেঁয়াজ তরকারি
পোড়ন্ত চামড়া পুরে মনে হয় স্বর্ণধান খাটি হয়েছে,চকচকে মাঠ ঘি'য়ে মিশে নবান্ন, হে তুমি চাষী!


আমি দেখিয়াছি চাহিয়া অস্থির সমুদ্র, ঢেউয়ে ভাসা জীবন
অনিশ্চয়তার রংধনু সেতু নির্মাণে জীবনবাজি ভূমিকা।
সাগর সেঁচে মাছপোকাদের হরিলুট থামিয়ে বোঝাই করা নৌকারোহী, হে তুমি জেলে!


আমি দেখিয়াছি চাহিয়া মাটির সংসারে মিছে ভবঘুরে বাউল,
পঞ্চাঙ্গুল লেপ্টে কাঁদা কচমচ মচকচ করে বানিয়ে পুতুল লাজ,
পোড়ায় কে জগাখিচুড়ির তিনমুখো সুডৌল যৌবনে কাঠি,
হে তুমি কুমার!


আমি দেখিয়াছি চাহিয়া কয়লায় চোখ রাঙানির সুপ্ততাপ, বেছে বেছে বাদুর সন্ধ্যায় গোধূলির অভিশাপ,
হাপরে ফাঁপর জমিয়েছে সে জন রক্তবীজ।
দেখ চেয়ে কত অজস্র তাপের বায়ুর প্রয়োজন,অনিদ্রা উত্তাপ, হে তুমি কামার!


আমি দেখিয়াছি চাহিয়া মস্ত বড় চোখ,লালসায় খেয়ে গেছে দেহ,হয়েছে ভূমিধস
নিথর দেহের টিপসইয়ে ব্যাপক হয়েছে উঁচু মাথা,
সমাজে তোমার উচ্চবর্গের সমাস সম্পাদন করো দেমাগে।
হে তুমি ভদ্র আলাদালোক!





স্টারলিং লন্ড্রি লিমিটেড
৬/২/২০২১