কখন স্বপ্ন শুরু হয়?
মধ্যরাতে বালিশে চিবুক লাগিয়ে নিচ্ছিদ্র বেষ্টনীতে নিদ্রাতুর আঁখি,
কাল্পনিকতার মহাজালে ঘাপটি মারা রাত,
চাদরে ঘেরা কল্পনায় একরাশ মায়াচ্ছন্ন অনুভূতি তুমি স্বপ্ন।
শান্ত শিষ্ট প্রকৃতির মাঝে একগুঁয়ে ঘুম,নামে স্বপ্নের দরজায় নিরিবিলি,
মনের আদলে আঁটকে রাখা অনুভূতি স্বপ্ন হয়ে নামে চোখের পাতায়;
কখনো জ্বালাপোড়া অনুভূতি কখনো মাধুর্যতা গ্রাস করো আঁখির দুকূলে, তুমি স্বপ্ন!
বাস্তবতায় খেই হারিয়ে প্রকৃতির মহামিলনে নেচে ওঠে প্রাণচাঞ্চল্য মন,
সবটুকু রাত্রি গভীরের ছমছমে রহস্যময়তায়।
একপাক্ষিক মন চেতনা’র  ঘোরে হয়ে ওঠে দ্বিপাক্ষিক কোন স্বপ্নসারথির কারাগার,
চেপে ধরে আছো কোন এক অচেনা তস্করের মাঠে,তুমি স্বপ্ন।
রাত পোহালেই সমস্ত নীরবতায় অভাবনীয় দুর্বাকূলে হেরে যাও তুমি,
চোখমেলে তাকাতেই উধাও তুমি শর্ষের দোলাচালে।
আমি একাকী,বাস্তবতার ক্ষেত্রফলে হেরে বসে আছি,
আর তুমি হাসছো স্বপ্ন!





নিটার,ক্লাসরুম
২৪-৯-২০১৩