তাহারে দিলাম শিমুল তুলার বালিশ,গপ্প জমানো মন;
স্নায়ুযুদ্ধ,নয়ন কাঁদিয়া ঢেকুর তুলে বাসভূমি পরিত্যাগ কোন ক্ষন;
দাঁত খচখচ ভাজিয়া রাখা বিন্নি ধানের খই!
চোখ বরাবর চোখ,আমারে নিবানি সই?


ঝালাইয়ের রং বাহারে ছুটে ফুলকি দেখার ভেলকি
আপাদমস্তক কুসংস্কার, দেখাবানি তোমার ঝলকি!
পাহাড়ে পাহাড়ে সংঘর্ষবিনা হয়না বারিশ নেয়ামত,
দুমড়েমুচড়ে আছে দু'জন পাশাপাশি,নষ্ট আলামত।


জানোনি তুমি আমি আছি তোমার সারাদিন সারাক্ষণ
দিলের চোটে শয্যা শায়িত একমুখী এই নিদারুণ মন,
তুলে দাও একটু ডাল ভাতের মাখানো লোকমার হাত
দুনিয়া সহ আমিরাতে মোরা করে ফেলি বাজিমাত।


জামানা বুঝি পাল্টে গিয়েছে গড়িয়েছে জল বিন্দু ফোঁটা,
হুতাশের মন পড়িয়া রয়েছে,স্থিরতা আজ মহীয়সীর পানে ছোটা।
অনিরূদ্ধ দুয়ার, হৃদয় খুলিয়া হালাল মায়া বাঁধিলাম দুই অক্ষর,
বক্ষ মাপিয়া,সিল মারিয়া, লটকাই দাও ঐ হস্ত সাক্ষর।





টঙ্গী বিসিক
২৪/৫/২২