গনতন্ত্র যদি পায় পথ তবে সে পথে হেটে গিয়েছে অনেকদূর মানসকন্যা,
মমতাময়ী পরশ দিয়ে গেলে রাবণের চিতায়!
হাহাকার রুখে দিয়ে মূর্ত নরম পদার্থ দেখেছে বিশ্ব,কতটা সাহসী চিৎকার ছিলো গলায় অতঃপর তুমি চিরবিস্ময় নেত্রী৷
অহিংস নীতি গল্প নয় এখানে কিঞ্চিৎ, রন্ধ্রে রন্ধ্রে বহে যমুনার ঢেউ,পদ্মার উত্তাল জবান,
যাহা দেখেছে বাংলার মাটি, ছড়িয়ে ছিটিয়ে ফসল।
কারিগরী তবে মহা বেগবান ছোঁয়াতে বাহু উর্ধ্ব!
ঢাল হয়ে রুখে দাও সারা বাংলা,মস্তিষ্কনত হয়ে আসে দাওয়াই তোমার ব্যাঘ্র বেগে ছুটে,
পৌছানো বাকি হাজার মাইল পথ।
আলোকিত বাংলা, আলোকিত মানুষ,বিবেকী জনগন তোমার।
তোমায় সালাম।
রিডিউকুলাস নেতৃত্ব অদম্য  চিতার মত সাহস সঞ্চারিনী এ কোন যাদুকরী নেতা,
বিশ্ব দেখো, কুর্নিশ করো-
আজ জন্মদিন মানবতার জননী।




নিরিবিলি, নবীনগর


২৮/৯/২০২০