হাহাকার বাতাসে,রং তুলি আকাশে,মেঘটা যে বড় বেশি ক্লান্ত,
আজকের সকালে,জীবনের বিকেলে,শিঙ্গার ফুঁৎকারে থাকবে না আর কেউ জ্যান্ত।
কেয়ামত এলো বলে,দিবো নাকি জল ঢেলে,ছাতি তোমার হয়ে গেল শ্রান্ত,
যতকিছু শিখেছি,পকেটটা ভারী রেখেছি,জানাশোনা যা ছিল সব ভ্রান্ত।


তারপরো বেঁচে থাকা,স্বপ্নটা মনে আকা,হইনি যে তবু একটুও খ্যান্ত!


যান্ত্রিক ত্রুটিতে,গেছি মোরা মুটিয়ে,তবু যেন লালসাটা কমে নি,
আধার যতই আসুক,বাতিল গলা ছেড়ে কাশুক,মুমিন তো একটুও দমে নি।
যত গাধাগরু ছিলো,প্রকাশ্যে সবই এলো,লাগাম তো একটুও ছাড়ে নি,
হিংসার পাটাতনে,রক্ত রাঙা খুনে,ভেবেছে সে যে একটুও হারে নি।


এদের দমাতে,যুগের অবসাদ কমাতে,আসবে কি হিমাচলে খামেনি!


কতদিন বেহুঁশে,মনের ঐ হাউশে,দেখবি না তুই ঐ ঊষা ভোর,
প্রদীপ যে জ্বলে না,দ্বোর খোদার খোলে না,জামিন যে হবেনা তোর।
ভাবছি মিছেমিছি,মাঝে মাঝে ছি ছি ছি ছি,কখন যে মরণ আসে মোর,
হাত-পায়ে জোর তোর আজি,হিসেব কর রে বা'জি, কেটে যাবে তবেই অমানিশা ঘোর।


মস্তক লুটায়ে,প্যাঁচ যত ছুটায়ে,বিবেকটা আকাশপানে একেবারে ছোড়!





স্টারলিং লন্ড্রী লিমিটেড
৩০-৬-২০২০