অনতিবিলম্বে মুক্তি দাও!
এহেন বিজয় চাইনি আমি মা। শহরের আনাচে-কানাচেতে ঝুটমুট ঝইঝামেলা হট্টগোলে বের হতে ভয়!
আমি কেন পায়ে পায়ে হাঁটতে পারিনা মাটি!
এ আমার অবাক বিস্ময়।


দন্ত চেপে জিহ্বা কামড়ে আছি উচ্চারণে ভয়, আমায় কে আঘাত করে, আল্লাহ ভিরু কলিজায়!
সেদিন দেখিলাম কে বা কারা নেমে গেছে রাস্তায়, আমার মাথায় আঘাত,সে ঢেকে আছে ব্যাটল মাথা হনুমায়।


ভেবো না আমায়,শুধু বলে যাই হেলমেট কারা রাস্তায়!
ঐ যে টুপিওয়ালা বাচ্চাটায়, কে দিয়েছে তাকে পিছুধাক্কা অপরাধ করো রাস্তা পোড়ায়!
তুমি কেন ভাই বাংলার ইতিহাসে আঘাত হানো বারেবার?
বঙ্গবন্ধু না দাড়ালে সেদিন ঢেকে যেত যে দেশ অহমিকায়।


যত যাই বলি, পারো না তুমি, পারি না আমি সবই বিস্ময়;
বিতর্কের উর্ধে যিনি তাকে নিয়ে কেন বিদ্বেষ ছড়াও, পারবে না তাহা করতে নিঃশেষ!


আমার প্রেম,এই স্বদেশ, মনে প্রানে বাজাও অম্লান,
শোকাতুর হও দেশের ক্ষতিতে,কে বা কারা করে কি তাহা,প্রতিরোধ করো ভাই প্রতিহিংসা নয়।
সয়ে যাও সব আচমকা শতবান!


এমন বিজয় চাইনি যে মোরা,হিংসের তীর পেট ফুঁড়ে পিঠ দেশটার!
দেশপ্রেম জাগুক জাগুয়ার মত!  অকারণে দেই বা হিংস্র থাবা;
না দেখাই মুখোশ, বক্তৃতার মাঠ মাইকের আওয়াজ, কে কার বাবা!





নিরিবিলি,নবীনগর
৩০/৩/২০২১