গল্পটা ছিলো তার পুরাতন,বিন্দু শিশিরে চলে আলাপন
মেঘে মেঘে জমে থাকা জল,কি কথা হলো চোখ ছলছল।


বরশীর টোপ না গিলে,গিলে খেলে সাড়ে তিন হাত লম্বা ছিপ,
এফোঁড় ছেড়া পেট,খুঁজে না পেল আস্বাদন কোন দ্বীপ।


ঘিলু গড়গড় মাথা হরবর, চিবিয়ে চিবিয়ে খড়
পেস্তা বাদাম বুট,মিশে যাক স্মৃতি সব হয়ে গোল্লা ছুট।


চুল চিরুনি জমে ছিল লাশ গন্ধ নাক,হোক বা না হোক তবু থাক,
রাস্তাটা বড্ড নতুন হাটুক পথিক সেও যাক চলে যাক।


সবখানে সমান্তরাল গিট্টু বাজি,সেই তো আর হারতে নাহি রাজি,
গোছানো মুগুর পিটিয়ে নিলে পিঠ,উচিত শিক্ষা হলো ঠিক।


এবারে হাটে বাসি তেলে ভাজা,করকরে আঁতুড়ঘর বিক্রি হলো গজা,
জানো ধরণী জানো মন,ধ্বংস প্রায় আজ মুকুটবিহীন রাজা।






নিরিবিলি,নবীনগর
১৯/৯/২০২০