একটা ভোতা রাত,শুষ্ক আবহ
তবুও কেন জেগে আছি ব্যাখ্যা নেই,
উপলব্ধি সজাগ,কাউকে কষ্ট দিতে ইচ্ছে হলো না ।
এমন চিন্তিত রাতে মানুষ শিল্পিত হয় ,মনের বারান্দায় জমে থাকা ঝোপঝাড়টা পরিষ্কার করে ।
যাতে খুলে যাবে চেতনার দুয়ার ।
আমি আমার চেতনায় বুদ হয়ে থাকতে চাই,দু-প্যাক ই যথেষ্ট ।
মাতাল নই আমি, সামান্য পাগলামির আস্তাকুড়ে মুখ থুবড়ে কিছুক্ষণ পরে থাকতে চাই,
মায়ার ধূম্রজাল কাটাতে চাই,বিভূয়ে স্ব্প্ন চাই
যা আমার বেঁচে থাকার পথ্য যোগাবে।
এবেলায় যদি তুমি দু-গ্লাস সাজিয়ে দাও,
খোয়াবে বেঁচে যাবো হয়তো !
প্রকৃতি মন পাগলা হয় না,মন প্রকৃতিতে বুদ হয়
যদি খুব সকালে একটা পাখির ডাকে ঘুম ভেঙে দেখ এলোমেলো আবেশ,
ভেবে নিও তোমার চিন্তাটা কিঞ্চিত সঠিক,
আমি ফেরারী হয়ে গেছি ।
তবু তোমার জীবনের দায়িত্বভার আমার ঘাড়ে চাপিয়ে দিও না ,আমি নিতে পারবো না ।
সাফ কথা,রাত আমাকে অব্যক্ত কথাগুলো বলতে শেখায় ।


নিটার হল
রুম নং-৩০৮
০৫/১১/২০১৬,রাত ১২ঃ৫৬