স্বপ্ন একটা লালিত হয় মগজে কিছুটা গলনে বাষ্পীভূত হয়
আমি এমন, যে ফিরিয়ে আনি তা রংধনুতে।
উন্মুক্ত চাদরে শীত উপভোগ করতে চওড়া বক্ষ লাগে,
বটগাছের মত ছড়িয়ে যেতে চাই,
বৃদ্ধ হব তবুও আশ্রয় তোমার পাক্কা হয়ে আছে,
তুমি নিমজ্জিত হবে আমার শিকড়ে।
আমি তোমায় বাড়িয়ে দিব সমতলে ,ঘর উঠবে কাঁদার, সংসার হবে
আমি এই বাধনে শক্ত হতে চাই সেজন্য রঙিন একগোছা সুতা দরকার, যাতে অনবরত পাক থাকবে না,
খুলতে গিয়ে জটলাও বাধবে না
অথচ এত জটিলতার প্যাচখেলা অবহিত করে আমায়,
আমি দাড়িয়ে পরি সটান পোড়া রৌদ্রে।
ধারয়িত্রী আমার নিঃশ্বাস নেয়,উচ্ছাস ফিরিয়ে দেয়
কুণ্ঠগত আবরণে নিষিক্ত নির্যাস পোড়া ইট বানায় আমায়,
ঈষৎ, প্রজাবতী আমার সাথে খড়িমাটি হয়।
রোসানলে এতটুকুই বা কম কিসে যে,তুমি আমি মিলে আছি এখনো।
আকাঙ্খিত স্বত্ত্বা তাই ঘুমিয়ে আছি,
এক ভোরে তুমি তো দাড়িয়ে থাকবে তব নীল শাড়ির গেড়ুয়া প্যাচে,
এক কাপ চা নিয়ে।
সামান্য হাতের স্পর্শ এখন-ই জাগিয়ে দেয় আমার প্রতিটি সকাল।



নিটার হল
রুম নং-৩০৮
১৬/১১/২০১৬