নেই, চারিপাশ শূন্য তবুও অবান্তর কিছু জমিয়ে বাসা বুনছি
বাবুই পাখির কারুকাজ দেখে ইচ্ছে হলো, প্যাঁচানো কিছু থেকেও ভালো কিছু হয়ে যায়,
হয়ে যায় নিকট ভবিষৎ।
তুমি চড়কা কাটো হেথায় জন্মাবে সুতোরা, গিট্টু লেগে যাবে পরম্পরায় আত্বা,
আমি চতুষ্কোনে খুঁটি গেড়েছি ঘরের,
বাচ্চারা জন্মাবে , মুক্ত বাতাস নিবে আর তুমি বুড়ি হবে-
তুমি অভ্যস্ত হয়ে যাবে জীবন কর্মে, সাদামাটা সংসারটার পিছনে ফিরে স্বাদ নিবে পুরনো
যদিও ভেবে পাবে এতটা সহজ ছিল না মিলনের বাঁশি,
কাঠখড় পোড়াতে পোড়াতে শূন্য হয়েছিল থলি
যত কান্না ছিল তোমার,তা জমালে একটা পুকুর হয়ে যেত
তোমার মায়াময়রূপ আমায় এখনো ভুলিয়ে দেয় সংকীর্নতা,
একটা রূপক কাহিনী কবির ধারায় যদিও তার বাস্তবতা একদম নেই তারও অভিপ্রায় নেই,
কবি বাস্তবতাই ভালোবাসে, সেই বাস্তবতায় শুধু তুমি হও বাস্তব।



নিটার হল
রুম নং- ৩০৮
০১/১২/২০১৬