আমার কিচ্ছু নেই, আমি তা ভাবিও না, আমার আছে অপরাহ্নের গল্প, একটি দিনের মায়া আর শাপলার বিলের মালতী !
কিছুটা ছায়া সুনিবিড়, প্রশান্তির দরকার হলে একটু প্রকৃতির ছোয়া লাগে,
আপন গৃহে প্রশান্তির এমন উপায় আমি হাতছাড়া করি না, যার মাঝে প্রকৃতি আশ্রয় নেয় আর আমি তো নিছক তার পূজারী।
আমি তোমাকে নিয়ে সুপ্রসন্ন হই, তৃপ্তি ছুয়ে যায় সত্যিকারের মাইলফলকে,
মন আর মননের বিজ্ঞাপনে তুমি, সম্পদনা মনের গহীনে অজান্তেই হয়ে যায়, এখানে নিশ্চয়তা মেলে ভাগ্যদেবতার,
এর পুরোটাই পাঞ্জাবী আর শাড়ীর মিলনে লটকায়ে যায় দেয়ালে।
সেখানেই মিলে যাই যেখানে ভালোবাসার বিন্দু প্রদক্ষিণ করে অনবরত ঘূর্নায়মান আমি তুমি,
জ্যামিতিক নিয়মে একটা পরিপূর্ণ বৃত্ত-ই পারে জঞ্জাল পৃথিবী থেকে তোমায় আমায় মুক্তি দিতে,
একটা সোপান উড়বে জয়ী মালতীর ।



পাইনাদী নতুন মহল্লা
নারায়ণগঞ্জ, ঢাকা।
২৭/১২/২০১৬