অনেক অপেক্ষার পরে একটু নতুনত্বের মাঝে তুমি ভাবছো যে এই চিলেকোঠাটা টি তোমার,
এই বিশাল আকাশসম ছাদটা তোমার,
এখানে এই উনুন রোদে জলপাই, বড়ই আচাড় তুমি শুকাতে দাও, সেই সাথে শুকানো হয়ে যায় আমার প্রিয় তোমার ভেজা চুলগুলো।
দীর্ঘ জীবন তুমি এই চিলেকোঠায় কাটাবে বলে অনেক খেয়ালিপনা জমিয়ে রেখেছ,
আমার ওয়াদা তোমার স্বপ্ন তৈরী করে, যন্ত্রনা দেয় আবার স্বপ্নজাল বুনতে শেখায়, ধোয়াশা কাটিয়ে বাঁচতে প্রেরণা দেয়,
নতুন দিন কিংবা নতুনত্ব যেমন বিধাতা পাল্টে দেয় তার মধ্যেই লুকিয়ে রাখে আমাদের স্বপ্ন ফেরী করা দিন,
শুধু অপেক্ষাটাই যা বিরক্তি হয়ে যায় !
যদি এতটুকু প্যাচিয়ে জীবনকে মোড়ানো যায় তবে তা স্বর্গীয়।
চিলেকোঠা এমনই যেখানে দাড়িয়ে বিগত,  বর্তমান কিংবা ভবিষৎ এর স্বপ্নদ্রষ্টা হয়ে দাড়ায়,
আর আমরা মিলিয়ে যাই হাসি কান্নার গভীরে,
আবহমান নতুনে খেড়োখাতা পাল্টে হয়ে যাব কপোত-কপোতী।



পাইনাদী নতুন মহল্লা
চিটাগংরোড, নারায়ণগঞ্জ।
২/১/১৭