একটা জোছনার মুখোমুখি হয়ে সাপলুডু খেলছি,কখনো সে কামড়ে দিচ্ছে আমি নিচু মাথা!
কখনো আমিই বা ফণা তুলেছি তার দৃষ্টিতে।
এ এক উল্কার আগমন বহুত বৃষ্টিতে, চোখ তাহার অপেক্ষায়, কান শুনতে চেয়েছিল তাহার মধুরতা, এই পুজো দূয়ার খোলে রাস্তা অব্দি নিয়ে যাওয়া গুটি পা!
তুমি হেটে গিয়েছ সম্ভবত সাব-রেজিস্ট্রি অফিসের বাহুকলে জোড়া রাস্তায়।
আমার চাহনী নিয়ে যায় পুকুর পাড়ের দুর্গে, লুকিয়ে থাকো লজ্জার ঘামে,
হতে পারো প্রস্ফুটিত একরাশ জলের পদ্ম।
আমার ক্ষত দুর্গ ভেদ করে চলে গেলে নিশানার বাহিরে,তুমি কি তাকিয়ে দেখেছ বহুদূর,
আমি চোখ চিনি, চোখের কোনের জল চিনি, মিথ্যে হাসিও চিনি তবে একটু দেখায় তোমায় চিনি রঙধনুতে।
মুহুর্মুহু আক্রমণে মনের? তুমি কি আমায় চিনেছ সই?
নাকি গুরুগম্ভীর মন বোঝে নি সাবলীল অনুভূতি!
মন আজ সুরা পাঠ করে, তুমি কি করছো বৃন্দাদূতী, আমায় ভাবো নাকি আমায় ভাবোই না?
হঠাৎ আগমনী কোকিলের, বর্ষা কি বাঁধে কন্ঠে বলো?
ভাটিতে গুটি পায়ে চলে যাও উজানে দ্রুতালয়ে ফিরে এসো,বসন্ত! আগামী জোছনায়।






গলাচিপা সরকারি কলেজ, গলাচিপা।
২০/৭/২০২১
সময়ঃ ১ঃ২৭ পিএম