।।
মানবতা আজি বিপর্যস্ত - বিধ্বস্ত , হাহাকারের কলরবে
সভ্য সভ্যতার নামে চলছে নিদারুণ বেহায়াপনা,
হায়নার মত হিংস্র থাবায় ঝরিছে বিরামহীন ক্ষুণের ধারা
ক্ষুধার্ত বাঘের মত ধারালো দাঁতে চিবিয়ে খাচ্ছে রক্ত সমেত মানবতা
তারপর নেশায় বুঁদ হয়ে পৃথিবীকে দেখিছে রঙিন স্বর্গ।
গড়িছে আজি প্রাসাদ-অট্টালিকা
চলিছে পাজেরো কিংবা মার্সিডিজে অবলিলায়,
মানবতা মাথা ঠোকড়ায় পাষানের  বুকে
এতটুকু করুনায় ছোঁয়া মেলেনা একেবারে।
পদাঘাতে দলিত মানবতা আজি কান্নাও ভুলে গেছে।
ওরা কামনার স্বাদ মেটায় যত্র- তত্র
ডাস্টবিনে দেখা মেলে মানব শিশু হর হামেশা
আকাশ পানে উচ্চস্বরে চিৎকার করে বলি -
এরা কোন যিশুর সন্তান
এরা কোন স্রষ্টার সৃষ্টি
এরা কোন ঈশ্বরের দান
এ কেমন মানবতার মান?
ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আমারই কানে।