এ কেমন সভ্যতা?
মোসলেম উদ্দিন মনির,
।।
সমাজ সভ্যতার এ কি অগ্রগতি
সভ্য সভ্যতার  নামে আজি  চলিছে অসভ্যের বীভৎস কারুকার্য,
নির্মম অত্যাচার আর হিংস্র দানবের অসুর কর্ম।
মানবতার দোহাই এখানে নিষ্ফল অর্থহীন,
অর্থ বৃত্ত আর সম্পদের হিসাবে মানবতা বিকায় বিপনিতে পণ্য বিক্রয়ের মত।
সকালে ভিক্ষার ঝুলি বিকেলে পাজেরো কিংবা মার্সিডিজে,
এ কি আশ্চর্য মিরাকল!
রাতের আঁধারে পূর্ণীমার ঝালকালির আলোকছটা-
রাজকীয় আসড়ে কাঁচা রমনীর শরীরের  মদাকতায় বুঁদ হও-
রঙিন সরাবের স্বাদের সাথে মিশে একাকার।
বাসায় কাজের মেয়েটির শরীর ঝলসে যায় উত্তপ্ত খুঁন্তির তাপে
এ কেমন সভ্যতা?
নিত্য দেখি ডাস্টবিনে নর শিশু
পলিপ্যাক বা ব্যাগে মোড়ানো,
কাকে ঠোকয়ায় নবজাতের কোমল শরীরে
এ কেমন মানবতা?
মূখোশের অন্তরালে আড়াল করে রাখো তোমার রূপ,
অথচ বিনা অপরাধে নির্মম নির্যাতনের শিকার মজলুম
বিচারের বাণী কাঁদে নিরবে নির্জনে অবিরাম,
জেলের ঘানিটানে নির্দোষ কয়েদী
অথচ মুক্ত বায়ুতে অববিলায় বিচরণ করে অপরাধী।
এ কেমন সভ্যতা তোমাদের?
   ***