বাংলার আকাশে লাল সবুজের পতাকা -
উড়ে পত্ পত্
তবু যেন মনে হয়-
পরাধীনতার অমানিশা কাটেনি আজো,
বাঙ্গালীর পরিচয় এখন শুধুই রাজনীতিতে
বাপ-দাদার বংশ কিম্বা উপাধিতে নয়,
ভাবনার সুন্দর অনুভূতি আমাকে
পারাভূত করে,
সে যেন এখন আদিম হিংস্রতার এক
মাদকতায় পূর্ণ সংগ্রামী রূপ;
অথবা মধ্যযুগীয় বর্বরতায় উন্মত্ত।
এখানে ভাইয়ের হাতে হয় ভাই খুন-
সন্তানের হাতে পিতা,
সদ্য ভূমিষ্ট নবজাতকের স্থান
ডাস্টবিন আথবা নর্দমায়,
কাকে ঠোকড়ায় তার কোমল শরীর-
অভূক্ত কুকুর এগিয়ে যায় ক্ষুধা মেটাতে।
এক মুঠো খাবারের জন্য চলে হাহাকার
মানবতার দোহাই এখানে নিষ্ফল আবেদন
মাত্র,
অন্ধকার যুগের ছায়া ফেলে চলে
এ কেমন স্বাধীনতা আমাদের?
মানবতা এখন আস্তাকুঁড়ে নিক্ষেপিত
এক অস্পৃশ্য বিস্মৃতি।
শিশু তানিয়ারা যেখানে রিরংসা বৃত্তির শিকার
সম্মান রক্ষায় যেখানে আত্মহণনের পথ
বেছে নেয় শতশত কিশোরি,
রক্ষক হয় যেখানে ভক্ষক-
তখন কোন স্বাধীনতার কথা বলবো-
এক খণ্ড মানচিত্রের ?
না মুক্তির স্বাধীনতা??
      ***