মিথ্যে আশ্বাসে আর কত আশাহত করবে বলো,
তিক্ত অভিজ্ঞতায় হৃদয়ের চারপাশে  -
শক্ত দেয়াল পরে গেছে
প্রবল বর্ষার জলেও এতটুকু মোলায়েম হয়না।
সাথী হারা বিহঙ্গের মত চেয়ে থেকেছি বছরের পর বছর
তবু ফিরে আসোনি যেমনটি বলেছিলে শত সহস্র বার,
প্রত্যাশার সুন্দর স্বপ্নগুলি গুঁড়িয়ে গেছে -
রানাপ্লাজার মত কোন এক সকালের সোনালী রোদে।
অনেক খুঁজেছি তোমায় সহস্র মানুষের ভীরে
টেকনাফ থেকে তেঁতুলিয়া, মুক্তাগাছা থেকে ঝিকরগাছা ;
পদ্মার পাড়ে দাঁড়িয়ে দেখেছি তার অবিরাম বয়ে চলা
ঘাটে নেমেছে কত যাত্রী পারাপারে কই একবার কি তুমি আসনি?
রেল স্টেশনে প্রতিদিন কত জনে উঠে নামে -
তোমাকে দেখিনি একদিনও।
মনির কসমেটিক্সে কতজনেই ভীর করে
বাহারী সব প্রসাধনী করে খরিদ
সেখানেও দেখিনি তোমায় ;
আশ্বিণের মেলায়ও মেলেনি দেখা।
ভরা পূর্ণীমায় খলখলিয়ে হাসা চাঁদের জোছ্নায় খুঁজেছি কতবর!
অমাবশ্যার তিমির তোরণে তোমার কৃষ্ণ কালো কেশের মত সব কিছু আঁধারেই রয়ে গেল।
জানি আর কখনো জ্বলিবেনা আলো
নিরেট অন্ধকার ভেদ করে ছড়াবেনা রবির কর।
          ****