আজি চারিধারে অশান্ত কোলাহলের ডামাডোল
হিংস্র দানবের তাণ্ডব চলিছে  নির্দ্বিধায়- নির্বিচারে,
শান্তির বারতা কোথায় খুঁজিবে-
কোথায় পাবে বলো নির্মল বায়ুর স্নিগ্ধ পরশ।
ধরনীর বুকে বহিছে শুধু তীব্র  অনলের দহন,
অসুর শক্তি চলিছে বসুধায় বজ্রপাতের ন্যায়
দুর্গাদেবীর পাবে কি দেখা নাশিতে  অন্যায়  অবিচার শত ?  
ধূলায় লুণ্ঠিত মানবিকতা -
প্রতিবাদ প্রতিকারের ভাষা
ধ্বনি-প্রতিধ্বনি হয়ে ফিরে আসে নিজেরই কর্ণকুুহুরে।
চেয়ে চেয়ে দেখা ছাড়া কি আছে করিবার!
মঞ্চে বসিয়া কথা ফুরিছে গণ্ডমূর্খের দলে
জ্ঞানীর সে কথা শুনিছে বসিয়া তলে।
ফুঁসিবে তুমি!
গর্জে উঠিবে?
সবই যাবে তোমার জলে।