আজি নির্ঘুম কেটেছে রজনী
ভয়ঙ্কর কষ্টের স্বপ্ন ভঙ্গে
জোছ্না আলোকিত রাতের বুকে
ঘোর আঁধারের ছায়া,
হারিয়ে খুঁজি তারে কেন বারে বারে
অবুঝ মন বুঝিনা জিজ্ঞাসিব কারে।
কষ্টের মিছিলগুলি জীবন নদীর বাঁকে
অবিন্যাস্ত পরে আছে অতিথি পাখির
ঝরা পালকের মত অকাতরে,
খুঁজেছি সুখের বাসা
চাইনি মুখের ভাষা
হেঁটেছি অজানা পথে পাবো কি- পাবোনা তারে।
নন্দিত নন্দিতার তরে -
যেচেছি যতন করে
হেঁটেছি কন্টকিত বন্ধুর পথে
শত সহস্র মাইল , টেকনাফ থেকে আরাকান অথবা সিংহল থেকে আন্দামান
তবু এতটুকু ক্লান্তির ছাপ পরেনি মুখে।
ভিষন হয়রান লাগছিল যখন
খুব কাছাকাছি গিয়েই স্বপ্নরা ভেঙ্গে যায়
দারুন তেষ্টায় বুকের ভেতরটা কাঠ হয়ে যায়
তবু তোমারই প্রত্যাশায় স্বপ্নরা
আমারি চারিপাশ ভীর করে।
       ****