হাজারো দুঃস্বপ্নকে পাশ কাটিয়ে নিরব বেদনা লুকিয়ে বুকে
তৃষার্ত চাতকের মত এক পশলা বৃষ্টির ছোঁয়ায় স্নিগ্ধ আর্দ্রতায় ভরিল হৃদয়,
কি করে ভাবি বলো - তা যে মরিচিকা হবে,
ঠিক বুঝতে পারিনি,  
একদম বুঝতে পারিনি নন্দিতা।
যেমন করে বুঝতে পারেনি রানা প্লাজায় চাপা পরা হাজারো পোশাক শ্রমিক;
কিম্বা টুইন টাওয়ারে ঝলসে যাওয়া মানুষগুলো।
দেবব্রত সিংহের মৃণালের ভাষায় যদি বলি- তুমিও কি পেরেছিলে বুঝতে?
আশাজাগানিয়া নন্দিত নন্দিতা হবে নিন্দিত?
জানি জানলেও বলবার সাহস একেবারেই নেই তোমার।
সুন্দর স্বপ্নগুলো গুঁড়িয়ে গেছে গুজরাটের ভূমিকম্পের মত,
অকালেই ঝরে গেছে র্যাংস ভবনের প্রতিটি ইটের ন্যায়;
অথচ চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই।
ভালবাসার অনুভূতিগুলি ভোঁতা হয়ে গেছে নেপালের ভবনের নিচে চাপা পরে।
জানি এ আজুরে প্যাচালে কান দেবার সময় তোমার এমদম নেই।
            ****