বিশাল আকাশ পানে চেয়ে দেখি -
কিম্বা দিগন্তের শেষ সীমায়
যেখানে কবির চোখে অপূর্ব সৌন্দর্য
আর অসংখ্য উপমার উপকরণ
অথচ- আমার চোখে শুধুই শুণ্যতা
আমি দেখতে চাই, খুঁজতে চাই -
অসীমের মাঝে আমারই প্রত্যাশার প্রতিমা,
যাকে মনের অজান্তেই আসন দিয়েছি সেই কবে
পরম আদরে যারে লালন করি।
।।
তোমারই মাঝে আমার বাস
অথচ একটি বারের জন্যও তুমি বুঝলেনা
নন্দিতা -
কতটা গভীর অনুরাগের ডোরে বেঁধেছিলাম
তোমায়,
বিহঙ্গ যেমন পরম আদরে আগলে রাখে
ডানার আড়ালে -বুকের মাঝে কচি ছানাগুলি।
।।
এখন আর প্রকৃতির মাঝে খুঁজে পাইনা তোমায়
কিম্বা খুঁজিওনা।
তবু জানতে ইচ্ছে করে-
কোথায় আছ তুমি?
কেমন আছ??
এবং কোন তষ্করের বন্দিশালায়???