প্রত্যাশার বাগানটি অপরূপ সাজে সজ্জিত
সুগন্ধি পুষ্পে ভরে উঠবে -
আর মাত্র কয়টা দিনের অপেক্ষা,
বাহারী রঙের ফুলে ছুটে আসবে পতঙ্গ দারুণ সুরের সঙ্গীত নিয়ে।
আর আমি অপলক দৃষ্টি মেলে দেখবো বলে মুখিয়ে আছি খোলা বাতায়নে।
সবুজ পাতার আড়ালে কামিনীর কুঁড়িগুলির আর তর সইছেনা,
পাতাবাহারের চওড়া পত্রগুলি পথের দু'পাশে ঠিক তোমার
জংলী প্রিন্ট থ্রিপিসের মত হালকা নড়ছে দক্ষিণা বাতাসে।
তোমার কথা আমার মনে আছে স্বর্ণালী
তুমি বলেছিলে বাগানের প্রথম ফোটা গোলাপটি আমায় দিও,
হা প্রথম গোলাপটি তোমারই থাকবে-
আর মাত্র ক'টা দিন।
তারপর কেটে গেছে অনেকটি বছর
তিতলি ঘূর্ণী  বাতাসে সব এলোমেলো
সাজানো বাগানটি তছনছ হয়ে গেছে
লোনা জলে গাছগুলিও মরে গেছে সেই কবে,
নষ্ট হয়ে গেছে ফোটার আগেই
সবকটি গোলাপ।
জানিনা স্বার্ণালী তিতলির আঘাতে তুমি কত দূরে
জানি হাজারো খুঁজেও পাবোনা তোমায়
সেই আগের মত করে।
এখন শুধু চেয়ে চেয়ে দেখি
বিধ্বস্ত বাগানটি।
রানা প্লাজার মত ধ্বসে গেছে সুন্দর স্বপ্নগুলি।
     ****