একটি পতাকার জন্যে সাত কোটি জনাতার উচ্ছ্বাস,
উত্তাল সমুদ্রের তরঙ্গায়িত ঢেউয়ের মতো   -
বিস্ফোরিত হয়েছিল একাত্তরের ৭ মার্চ
মুখরিত হয়েছিল মিছিলে মিছিলে রেসকোর্স ময়দান ;
ইতিহাসের মহানায়ক মুক্তিকামী জনতাকে শোনালেন তাঁর জ্বালাময়ী সঙ্গীত,
সাত কোটি বাঙালির রক্তে মিশে গেল ধ্বনি-প্রতিধ্বনি হয়ে,
শুধু একটি পতাকার জন্যে;
যে পতাকার বুকে আঁকা সবুজের মাঝে রক্ত লাল সূর্য।    


উদ্দীপ্ত উজ্জীবিত উত্তাল জনতা পেল বিপ্লবের চূড়ান্ত বীজ মন্ত্র ,
ঘরে ফিরে এলো মায়ের কোলে,
আবাল-বৃদ্ধ-বনিতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে
এ মরণ খেলায়  নাও ফিরতে পারি ঘরে
বিহঙ্গ যেমন ব্যাধের কবলে শিকার হয়ে বিহঙ্গীর নীরে।
আশীষ দাওগো মা,
তোমার ছেলে যুদ্ধে যাবে;
পাষানে বেঁধে বুক সন্তানকে করেন আশীষ,
শুধু একটি পতাকার জন্যে।
পঁচিশ মার্চ অসুর তাণ্ডবের বীভৎসতা আরো তেজদীপ্ত  করে তোলে    
রক্তে ধরে আগুন
শক্তি আসে দ্বিগুণ।
নিরস্ত্র মুক্তিপাগোল জনতা
শুধু মনের জোরে ঝাঁপিয়ে পরে
নিশ্চিত মৃত্যু জেনেও পতঙ্গ যেমন আলোর পানে ছুটে চলে।
নয় মাস অপেক্ষা-
১৬ ডিসেম্বর লাল সবুজের পতাকা পত পত উড়ে মুক্ত বাতাসে
ত্রিশ লক্ষ মা আর ত্রিশ লক্ষ পিতা অপলক চেয়ে থাকে
শহীদ সন্তানের শোক ভুলে যায়
শুধু একটি পতাকার জন্যে।
    ****