অলক্ষ্যে অন্তরালে লুকিয়ে বন্ধু অনন্যা
হৃদয়ে পেতেছ আসন ওগো রূপসী কন্যা;
কি এক মায়াবী চাহনিতে ডাকো মোরে কাছে,
বুঝিবা  ভালোবেসে হারিয়ে যাও শেষে।
পুড়েছে  অন্তর মম তুষের অনলে
ধূকেছি বহুকাল গভীর মায়াজালে।
কোথা বসি এমনি করে পেতেছ প্রণয় ফাঁদ
দেখিতে নয়নে তব মানেনা সময়ের বাঁধ।
এসো ছুটি ওগো মায়া হরিণী মোর দ্বারে
চাতকের মত চেয়ে আছি বারে বারে।
কোথা হতে তুমি ওগো মায়াবিনী
আমারে করিছো বন্দি তুমি সুহাসিনী।
খুঁজি নাহি পাই অপার সিন্ধু পাড়ে
এসো ছুটি তুমি তৃষিত বক্ষ তরে।
পবন প্রবাহে তোমার নিঃশ্বাস বহে
অনুভবে আমি মাতোয়ারা হয়ে,
ছুটে চলি  যেনো বিরতিহীন ঝর্ণা
পাবো কী দেখিতে তোমা ওগো অনন্যা?
এ প্রশ্নের উত্তর কভু পাবো কি জানিনা
প্রণয় ডোরে বেঁধে মোরে করেছ দেনা।
সরস বসন্ত কাটে একাকী তোমা বিহনে
ঘন তরুবনে লুকিয়ে রহো কেন আনমনে।
আমারে জ্বালিয়ে প্রেমাণলে অবিরত
কি সুখ লভিছ বলো তুমি শত শত।
আর নহে অলক্ষ্যে অন্তরালে চুপি
খুলে ফেলো তোমার ভালোবাসা ঝাঁপি।
ছুটে এসো তুমি সকল লোক লাজ ভয় ঝারি
নইলে তোমার পরে মোর আমৃত্যু আড়ি।
           ***