শরতের নীলাকাশ শূভ্র মেঘের আড়ালে হারিয়ে গেছে,
সেই কবে কতদিন আগে - রাখিনি তার হিসেব,
রাখতে চেস্টাও করিনি একদম
লাভ কি বলো?
আজি চারিধারে শুধুই অসুন্দরের ছায়া
নিশিকালো মেঘের আড়ালে  হারিয়ে যায়  সুন্দরের বসবাস
অমাবশ্যার রাতের মত,
নিশাচর বিহঙ্গের ডানার শব্দে অশরীরী ভয় জাগে,
বুকে নয় একেবারে হৃদয়ে গভীরে।
***  *** ***
কোথা গেল বলো সূর্যের আলোতে তর তর করে বেড়ে    উঠা সূর্যমূখী আর-
সেই সুন্দরের চেতনাগুলি।
কুসুমিত পূষ্প বাগিচা এখন সিডরে বিধ্বস্ত বিরানভূমি
চারিধারে নিঃশব্দ আহাজারি,
মিথ্যার যাঁতাকলে নিষ্পেষিত, সুন্দর স্বপ্নগুলি পায়ে মাড়িয়ে আর কতদূরে যাবে?
ওই  শুনতে পাচ্ছি তোমাদের বন্দিশালার দরজায় ঘুণ ধরেছে
নড়বড়ে নয়ে গেছে খিল
বেড়িয়ে আসবে অন্ধকার বন্দিশালা থেকে এক যোগে,
হাতে নিয়ে আলোর মশাল।
**** *****